হেলে পড়া সেই চারতলা ভবনটি সিলগালা

সংগৃহীত ছবি

হেলে পড়া সেই চারতলা ভবনটি সিলগালা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে হেলেপড়া চারতলা ভবনটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়া ভবনের লোকজন ও আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার (১৮ জানুয়ারি) পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশনের ডানপাশে অবস্থিত ভবনটি হেলে পড়ে। পরে দুপুর ১২টার দিকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

ভবনের মালিক খোরশেদ আলম বাপ্পী বলেন, ভবনের পাশে নালা সম্প্রসারণের জন্য ২১ ফুট পর্যন্ত ভেঙে ফেলা হয়। এতে ভবনের নিচের একটা অংশ ফাঁকা থেকে যায়। এ কারণে চারটি পিলার ভেঙে হেলে পড়েছে।

বায়েজিদ ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র অফিসার কবির হোসেন বলেন, ভবনটির বিভিন্ন তলায় ছয়টি বাণিজ্যিক অফিস এবং নিচ তলায় দুটি মুদির দোকান ও ফটোকপির দোকান রয়েছে।

বুধবার সকালে মুদির দোকানদার ভবন হেলে পড়ার বিষয়টি খেয়াল করেন। এরপর বিষয়টি মালিককে জানান।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ওই ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে সিলগালা করে দিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকেও ভবনটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে।

news24bd.tv/কামরুল