পাঠান সিনেমা নিয়ে যা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সংগৃহীত ছবি

পাঠান সিনেমা নিয়ে যা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

অনলাইন ডেস্ক

মুক্তির আগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে বলিউড কিং শাহরুখ খানের ‘পাঠান’। ডাক দেওয়া হয় পাঠান ‘বয়কট’ এর। সেই ট্রেন্ডিংয়ে গা ভাসান সর্বভারতীয় বিজেপি নেতারাও। তবে দলীয় নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ বার্তা দিয়েছেন।

তিনি ফিল্ম নিয়ে অযথা অপ্রয়োজনীয় মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন।  

তবে কোনও বিশেষ ছবির নাম না করলেও, বর্তমান পরিস্থিতিতে শাহরুখ-দীপিকার নতুন ছবি প্রসঙ্গেই ভারত প্রধানমন্ত্রী মোদী এ পরামর্শ দিয়েছেন, একটি সূত্রের তেমনটাই দাবি করেছে। সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রের দাবি, দিল্লিতে ১৬ ও ১৭ জানুয়ারি বিজেপির জাতীয় কর্ম পরিষদের বৈঠকে এই বিষয়ে কথা বলেন মোদী।

তিনি বলেন, ‘কিছু মানুষ কিছু ছবি নিয়ে বিবৃতি দিচ্ছে। আর সেগুলো সারাদিন টিভি ও মিডিয়াতে দেখানো হচ্ছে। ’

এরপরই তাঁর নির্দেশ এই ধরনের ‘অপ্রয়োজনীয় মন্তব্য’ থেকে বিরত থাকার।

সম্প্রতি বলিউড ছবি মুক্তির আগে ‘বয়কট’ ট্রেন্ড চালু হয়েছে। ‘ব্রহ্মাস্ত্র’, ‘লাল সিং চাড্ডা’র মতো ‘পাঠান’ ঘিরেও একই রকম ঘটনা ঘটে। সিনেমা বয়কটের বাড়াবাড়ি আটকাতে ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করে আবেদন করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ।  
 
পাঠান সিনেমানতে ‘বেশরম’ গানে দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি পরা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। শোনা যাচ্ছে, গুজরাটে সিনেমাটি রিলিজ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে বজরং দল। একই ভাবে মহারাষ্ট্রের বিজেপি নেতা রাম কদমের অভিযোগ, সস্তা জনপ্রিয়তা পেতেই ছবিতে বিতর্ক উসকে দিয়েছেন নির্মাতারা। তার হুঁশিয়ারি, হিন্দু আবেগকে অপমান করে এমন ছবি বা সিরিয়ালকে মহারাষ্ট্রে চলতে দেওয়া হবে না।  

একই ভাবে মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র ছবির ‘আপত্তিকর’ দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন।

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। শাহরুখ-দীপিকা অভিনীত এই ছবি ঘিরে বহুদিন ধরেই বিতর্ক দানা বেঁধেছে।  

news24bd.tv/হারুন