ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিশ্চিত জয় দেখছেন পুতিন

ফাইল ছবি

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিশ্চিত জয় দেখছেন পুতিন

অনলাইন ডেস্ক

রুশ নাগরিকদেরঐক্য, যোদ্ধাদের সাহস ও বীরত্বে ইউক্রেন যুদ্ধে নিশ্চিত জয় দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৮ জানুয়ারি) তিনি এ কথা জানান। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
সেন্ট পিটার্সবুর্গে শ্রমিকদের একটি কারখানায় দেওয়া ভাষণে পুতিন বলেন, ইউক্রেনে জয় নিশ্চিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

ইউক্রেন যুদ্ধে জয় সম্ভব হচ্ছে রুশ নাগরিকদের সংহতি ও ঐক্য, আমাদের যোদ্ধাদের সাহস ও বীরত্বের কারণে। অবশ্যই সামরিক শিল্পখাতের পরিশ্রমে জয় নিশ্চিত হবে।

যদিও গত বছর ইউক্রেন যুদ্ধে ব্যর্থতাও রয়েছে বেশ। তবে একাধিক ব্যর্থতার এক সপ্তাহ আগে রুশ সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার বদলেছেন পুতিন।

এদিকে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কো এখনও ইউক্রেনে শান্তির জন্য কোনো বাস্তবসম্মত প্রস্তাব দেখতে পায়নি। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সংঘাত নিয়ে আলোচনা করতে এবং যেকোনো গুরুত্বপূর্ণ প্রস্তাবে সাড়া দিতে প্রস্তুত রাশিয়া। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পরামর্শগুলো অযৌক্তিক।

news24bd.tv/হারুন