কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু

সংগৃহীত ছবি

কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু

অনলাইন ডেস্ক

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। তার নাম হাবিবুর রহমান (৬২)। তিনি শেরপুরের শ্রীবর্দী উপজেলার উত্তর সাত কাঁকরা গ্রামের আকিম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার বিকেলে তিনি হাসপাতালে মারা যান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ সূত্রে জানা গেছে, শেরপুরের শ্রীবর্দী থানার দ্রুত বিচার আইনের একটি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন ধরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ১-এ বন্দি ছিলেন হাবিবুর রহমান। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাবিবুর রহমান। তাকে প্রথমে কারাগারের হাসপাতালে নেওয়া হয়।

পরে সেখানকার চিকিৎসক তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে তার মৃত্যু হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর সিনিয়ার জেল সুপার সুব্রত কুমার বালা জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

এই রকম আরও টপিক