চিকিৎসা ব্যবস্থায় বাংলাদেশ এগিয়েছে অনেক। আর ক্যানসার চিকিৎসার অগ্রগতিও উল্লেখযোগ্য। আছে আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও যন্ত্রপাতি। এমনকি ক্যানসারের ওষুধও এখন তৈরি হচ্ছে দেশেই।
বিশেষজ্ঞরা বলছেন, আস্থার সংকট, দক্ষ জনবল, জেলা পর্যায়ে সরকারি সেবালয়ে আধুনিক সরঞ্জামাদির সংকট ও অবকাঠামোগত কারনে ক্যানসার চিকিৎসা প্রান্তিক পর্যায়ে আস্থাহীন।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। সরকারি এই সেবাঙ্গনটি ক্যান্সার চিকিৎসায় সক্ষমতা রয়েছে সেবা দেবার। কিন্তু থেরাপি যন্ত্রটি বিকল হয়ে পড়ে আছে দীর্ঘ আট বছর ধরে।
এমন নাজুক চিকিৎসা ব্যবস্থায় রোগীদের নিয়ে শঙ্কিত স্বজনেরা। সংশ্লিষ্টরা বলছেন, নানান সংকটের কথা জানিয়ে মন্ত্রণালয়ে কয়েকদফা চিঠি দিয়েও হয়নি সমাধান।
স্বাস্থ্য বিভাগ জানায়, বাংলাদেশে এখন প্রায় ২০ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত। প্রতি বছর আরও প্রায় এক থেকে দেড় লাখ মানুষ যোগ হচ্ছে এই তালিকায়।
news24bd.tv/আলী