৭৭ বোতল ফেন্সিডিলসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার 

সংগৃহীত ছবি

৭৭ বোতল ফেন্সিডিলসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার 

অনলাইন ডেস্ক

লালমনিরহাটে ৭৭ বোতল ফেন্সিডিলসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম।  

এর আগে শুক্রবার ভোরে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকির বাজার এলাকায় একটি সাদা রংয়ের প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৭৭ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। তারা হলেন, পঞ্চগড় সদরের খোলাপাড়ার গোলাম হাফিজের ছেলে হারুনুর রশিদ (২৬) এবং রংপুর শহরের মাস্টারপাড়ার মৃত শাহ আলমের ছেলে মেহেদী আলম (৩৪)।

জানা গেছে, মেহেদী আলম (বিপি-৯৭১৬১৮৪১২১) রাজারবাগ পুলিশ লাইন্সে ও হারুনুর রশিদ (বিপি-৯৫১৬১৯০৯৮১) রংপুর জেলা পুলিশে কর্মরত আছেন।

লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন পলাতক আছেন। তবে তারা পুলিশ সদস্য কি না, তা আমার জানা নেই।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম জানান, ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
news24bd.tv/আলী