ক্ষমা চেয়েও রক্ষা হলো না সুনাকের, গুনতে হচ্ছে জরিমানা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক (ছবি:সংগৃহীত)

ক্ষমা চেয়েও রক্ষা হলো না সুনাকের, গুনতে হচ্ছে জরিমানা

অনলাইন ডেস্ক

চলন্ত গাড়িতে সিটবেল্ট না পরার জন্য ক্ষমা চেয়েও রক্ষা পেলেন না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ জন্য তাকে জরিমানা করেছে দেশটির পুলিশ। খবর বিবিসির।

ল্যাঙ্কেশায়ারের পুলিশ জানিয়েছে, তারা লন্ডন থেকে আগত ৪২ বছরী এক ব্যক্তিকে সিটবেল্ট না পরায় জরিমানা করেছে।

তবে সুনাকের নাম উল্লেখ করেনি তারা। এমনকি কত টাকা জরিমানা করা হয়েছে তা স্পষ্ট করেনি।

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, ঋষি সুনাক তার ভুল বুঝতে পেরেছেন। এ জন্য ক্ষমাপ্রার্থী।

তিনি জরিমানা দিবেন।

ব্রিটেনের আইন অনুযায়ী, গাড়ি চলাকালীন সিটবেল্ট পরতে ব্যর্থ হলে তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। যদি এসংক্রান্ত মামলা আদালতে যায়, তাহলে জরিমানা ৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে। ২৮ দিনের মধ্যে এই জরিমানা দিতে হবে।

গত বৃহস্পতিবার গাড়িতে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের একটি গন্তব্যে যান ঋষি সুনাক। এ সময় চলন্ত গাড়িতে তিনি সময় অল্প সময়ের জন্য তার সিটবেল্ট সরিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য একটি ভিডিও ধারণ করার সময় তিনি তার সিটবেল্ট সরিয়ে ছিলেন।

সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে ব্যাপক সমালোচিত হন ঋষি সুনাক। এ জন্য ক্ষমাও চান তিনি। ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের ঋষি সুনাকের মুখপাত্র জানান, ঋষি অল্প সময়ের জন্য গাড়ির সিল্টবেল্ট খুলেছিলেন। এমন ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছেন।

news24bd.tv/মামুন