গুজবে কান না দিবেন না: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)

গুজবে কান না দিবেন না: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী এপ্রিল মাসে। এর আগেই ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ইতোমধ্যে এর প্রক্রিয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই।

কেউ কেউ বলছেন রাষ্ট্রপতির তালিকায় রয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তবে বিষয়টিকে গুজব বলে অভিহিত করেছেন আনিসুল হক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘গুজবে কান দিবেন না। ’

শনিবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইউনিস্টিউটে অতিরিক্ত জেলা জজদের এক প্রশিক্ষণ কর্মশালা তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি জানাচ্ছে তা উচ্চ আদালত থেকে অনেক আগেই অবৈধ ঘোষণা করেছে। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে সকল দাপ্তরিক কর্মকর্তা কাজ করবে। তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। ’

ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে দুজন বিচারক অপসারণের বিষয়ে তিনি বলেন, ‘কারো চাপের মুখে বিচারক অপসারণ করা হবে না। দেশের আইন ব্যবস্থা স্বাধীন। তাই বিচারক নিয়োগ ও বদলির বিষয়ে সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা নেবে। ’

তিনি আরও বলেন বলেন, ‘আমার বড় পরিচয় আমি একজন আইনজীবী। আমি মনে করি একজন বিচারকের প্রতি সম্মান এটা স্বাভাবিকভাবে আসা উচিত। বার ও বেঞ্চের ভালো সম্পর্ক ছাড়া সাধারণ মানুষ ন্যায় বিচার পায় না। সম্প্রতি বার ও বেঞ্চের মধ্যে কিছুটা অসহিংসতা লক্ষ্য করছি। এটা কাম্য নয়। ’

বিচারকদের উদ্দেশে তিনি বলেন, ‘সমস্যা সমাধানে বিচারকদের বড় ভাইয়ের ভূমিকা পালন করতে হবে। তাহলে সমস্যা কমে আসবে। ’

news24bd.tv/মামুন