শিক্ষামন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান চবির চারুকলা ইন্সটিটিউট শিক্ষার্থীদের

শিক্ষামন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান চবির চারুকলা ইন্সটিটিউট শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে ক্লাস শুরুর জন্য শিক্ষামন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। মূল ক্যাম্পাসে ফিরতে ৮১ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

শনিবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসনের কার্যালয়ে শিক্ষামন্ত্রী ডা দিপুমনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী,  সাবেক মেয়র আ জ ম নাসিরের সাথে বৈঠক করেন শিক্ষার্থীরা। পরে চারুকলায় শিক্ষা উপমন্ত্রী জানান, এখনকার অর্থনৈতিক পরিস্থিতিতে মূল ক্যাম্পাসে চারুকলা ইন্সটিটিউট ফিরিয়ে নেয়া সম্ভব নয়।

শিক্ষার্থীদের অন্যান্য যৌক্তিক দাবি দ্রুত পূরণ করা হবে।

এসময় রোববার থেকে ক্লাসে ফেরার আহ্বান জানানো হয়। পরে শিক্ষার্থীরা সেই আহ্বান প্রত্যাখ্যান করে আবারো কর্মসূচি শুরু করেন। রোববার থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।

news24bd.tv/FA