উনসত্তরের গণঅভ্যুত্থান না হলে মুক্তিযুদ্ধ সম্ভব হতো না: মেনন

উনসত্তরের গণঅভ্যুত্থান না হলে মুক্তিযুদ্ধ সম্ভব হতো না: মেনন

মাসুদা লাবনী

তরুণদের ইতিহাস জানতে হবে। মুক্তিযুদ্ধে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো। শনিবার বিকেলে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি আরও বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান সম্পর্কে জানতে হবে।

চর্চায় রাখতে হবে, তবেই আগামীর আন্দোলন সফল হবে এবং সামনে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে।

'ঊনসত্তরের গণঅভ্যুত্থান' শীর্ষক আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন অধ্যাপক মেসবাহ কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্টজনরা। তাদের বক্তব্যে শহীদ আসাদের ঊনসত্তরের গণঅভ্যুত্থান না হলে ৭১ এ মুক্তিযুদ্ধ সংঘটিত হতো না।

দুটো এক সূত্রে গাথা বলে মন্তব্য করেন বক্তারা।

news24bd.tv/FA