ঠাকুরগাঁওয়ে ট্রাকটিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল ট্রেন

ঠাকুরগাঁওয়ে ট্রাকটিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল ট্রেন

আব্দুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড়ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক সোহেল।

রোববার দুপুরে সদর উপজেলার ভাতারমারি আমতলীর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সতত্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন সরকার।

আহত ট্রাকের ড্রাইভারের সোহেল রানা ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজি পস্তপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসছিল পঞ্চগড় এক্সেপ্রেস ট্রেন। পথে সদর উপজেলার ভাতারমারি আমতলী এলাকায় ট্রাকটি রেলক্রসিং পার হতে গেলে ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ট্রাকটিকে প্রায় ৩০০ মিটার টেনে নিয়ে যায় ট্রেনটি। স্থানীয়দের ভাষ্য, ট্রাকটিকে ধাক্কা দেওয়ার কিছু পরে বন্ধ হয়ে যায় ট্রেনের ইঞ্জিন।

দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে গুরুতর আহত হয় ট্রাকের চালক।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন সরকার বলেন, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস দুপুর ১টা ২০ মিনিটে স্টেশন থেকে ছেড়ে যায়। যাওয়ার পর শিবগঞ্জ আমতলী এলাকায় রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাকের সংঘর্ষ ঘটে। এ কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। রেললাইনে থাকা ট্রাকটি সরানোর কাজ চলছে।

এই রকম আরও টপিক