নরসিংদীর ভেলানগর বাজারে অগ্নিকাণ্ড

সংগৃহীত ছবি

নরসিংদীর ভেলানগর বাজারে অগ্নিকাণ্ড

নরসিংদীর ভেলানগর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বাজারের কসমেটিকস, প্লাস্টিক ও জুতার দোকানসহ বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সাঈদ।  

স্থানীয়রা জানায়,  ভোর ৪টার দিকে মসজিদের মাইকে আগুন লেগেছে এমন সংবাদে সবাই বাজারে এসে দেখে ভয়াবহ আগুনের দৃশ্য। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।   

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সাঈদ জানান, আগুন লাগার সংবাদে আমরা আমাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন বড় দেখায় আমাদের পার্শ্ববর্তী স্টেশন শিবপুর থেকে আরো একটি ইউনিট আমাদের সাথে যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

news24bd.tv/আজিজ