মানবতাবিরোধী অপরাধে ৬ জনের ফাঁসি

সংগৃহীত ছবি

মানবতাবিরোধী অপরাধে ৬ জনের ফাঁসি

অনলাইন ডেস্ক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হওয়া মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছয়টি অভিযোগের ভিত্তিতে আসামিদের সাজা দেয়া হয়, যার মধ্যে প্রথম, তৃতীয় ও চতুর্থ অভিযোগে ছয়জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ময়মনসিংহের ত্রিশালের মোখলেসুর রহমান মুকুলসহ ছয়জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামসহ তিন বিচারকের আদালত সোমবার এ রায় দেয়।

মুকুল ছাড়া বাকি পাঁচ আসামি হলেন সাইদুর রহমান রতন, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, সুলতান মাহমুদ ফকির ও নাকিব হোসেন আদিল সরকার। ছয়টি অভিযোগের ভিত্তিতে আসামিদের সাজা দেয়া হয়, যার মধ্যে প্রথম, তৃতীয় ও চতুর্থ অভিযোগে ছয়জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ অভিযোগের ভিত্তিতে ছয়জনকে সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়।

এ মামলায় ২০১৭ সালের ২৬ জানুয়ারি তদন্ত শুরু হয়।

ওই বছরের ৩১ ডিসেম্বর তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় ২০১৮ সালের ৫ ডিসেম্বর।

মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সবশেষ যুক্তিতর্ক শেষে গত বছরের ৫ ডিসেম্বর রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ রাখেন বিচারক।

news24bd.tv/আজিজ