নেপথ্যের কুশীলবদের খুঁজতে কেন কমিশন নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

সংগৃহীত ছবি

নেপথ্যের কুশীলবদের খুঁজতে কেন কমিশন নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক

পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যার নেপথ্য কুশীলবদের খুঁজে বের করতে কমিশন গঠনে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ৪ সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২৩ জানুয়ারি) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে বঙ্গবন্ধু হত্যার পেছনের কারিগরদের খুঁজে বের করতে কমিশন গঠনে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চান হাইকোর্ট।

রিটকারীর আইনজীবী সুবীর নন্দী দাস জানান, মহাত্মা গান্ধী এবং কেনেডি হত্যার পেছনে কারা ছিল তা জানতে অন্যান্য দেশে কমিশন হলেও এদেশে কোনো কমিশন হয়নি।

এ বিষয়ে ৪ সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।

news24bd.tv/আজিজ