পাটগ্রামে মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় যুবক আটক
পাটগ্রামে মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় যুবক আটক

পাটগ্রামে মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় যুবক আটক

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ওয়াজেদ আলীকে (৬৮) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আলমগীর হোসেন আব্দুল্লাহ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরের পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক হত্যাকাণ্ডের জড়িত সন্দেহে এক যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত মো. আলমগীর হোসেন আব্দুল্লাহ (২৮) পাটগ্রাম পৌর এলাকার রসূলগঞ্জ নিউ পূর্বপাড়ার মৃত আব্দুল মতিনের ছেলে।

এর আগে রোববার (২২ জানুয়ারি) হত্যাকাণ্ডের শিকার এম ওয়াজেদ আলীর ছেলে রিফাত হাসান বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সোমবার সকালে সাহেবডাংগা হতে আলমগীর হোসেন আব্দুল্লাহকে আটক করা হয়। পলাতক আসামি নাহিদুজ্জামান প্রধান বাবুর সে ঘনিষ্ঠ বন্ধু। দুপুরে তাকে লালমনিরহাট কোর্টে রিমান্ডের আবেদন করা হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের মূল আসামি নাহিদুজ্জামান প্রধান বাবুকে গ্রেপ্তারে অভিযান চলছে।

news24bd.tv/FA