পাঁচদিন ধরে হাসপাতালে পরিকল্পনামন্ত্রী

সংগৃহীত ছবি

পাঁচদিন ধরে হাসপাতালে পরিকল্পনামন্ত্রী

অনলাইন প্রতিবেদক

অসুস্থ হয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি রয়েছেন। জানা গেছে, ঠাণ্ডাজনিত রোগে বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সোমবার (২৩ জানুয়ারি) বিষয়টি নিউজটোয়েন্টিফোরকে নিশ্চিত করেন মন্ত্রীর একান্ত সচিব মাসুম বিল্লাহ।

তিনি বলেন, বেশ কিছুদিন থেকে স্যারের (মন্ত্রী) কাশির সমস্যা ছিলো।

এর মধ্যে সুনামগঞ্জ ও মাদারীপুর থেকে ঘুরে এসেছেন। এরপর ঠান্ডা- কাশি বেড়ে বুকে কফ জমে যায়। এছাড়াও ঠাণ্ডা ও সর্দির সমস্যাও আছে। পাঁচদিন ধরে বিএসএমএমইউ'র ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর সোহেল মাহমুদ আরাফাতের অধীনে চিকিৎসাধীন আছেন।
তবে বর্তমানে শারীরিক অবস্থা আগের থেকে ভালো।

বেশ কয়েকদিন ধরেই অসুস্থতাজনিত কারণে এক সপ্তাহ ধরে মন্ত্রণালয়ে দেখা যায়নি পরিকল্পনামন্ত্রীকে। এর আগে সামান্য অসুস্থ ছিলেন। প্রথমে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং পরে তিনি ভর্তি হন বিএসএমএমইউতে।

news24bd.tv/FA