সৌদি আরবে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম মো. আরিফুল ইসলাম আরিফ (৫০)। রোবাবার সন্ধ্যায় সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে এ দুর্ঘটনা ঘটে।

আরিফুল ইসলামের চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের পশ্চিম হাটিলা গ্রামের মোবারক হোসেনের ছেলে।

প্রতিবেশী প্রবাসীদের সূত্রে জানা যায়, রোববার মাগরিবের নামাজ পড়ে নিজ বাসায় ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন রিয়াদ শহরে চাকরি করতেন। সেখানে আরিফ হাজি নামে পরিচিত ছিলেন।

তার ইকামা (কাজের অনুমতিপত্র) না থাকায় মরদেহ দেশে আনতে জটিলতা হতে পারে বলে জানিয়েছেন পরিবার।

সরকারের সহায়তা চেয়ে আরিফুলের ছেলে আকরাম মামুন বলেন, ১ মাস আগে বাবার ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি সেখানে অবৈধভাবে ছিলেন। এর মধ্যে তিনি ইকামার জন্য কাগজপত্র জমা দিয়েছেন। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় মারা যান।

তিনি আরও বলেন, ইকামার মেয়াদ না থাকায় বাবার মরদেহ দেশে আনা অনেকটা অসম্ভব। সম্ভব না হলে সেখানেই বাবাকে দাফন করা হবে।  

এই রকম আরও টপিক