ক্যালিফোর্নিয়ায় ফের গুলি, নিহত ৭

বন্দুকধারীকে গ্রেপ্তার করছে পুলিশ (ছবি: রয়টার্স)

ক্যালিফোর্নিয়ায় ফের গুলি, নিহত ৭

অনলাইন ডেস্ক

তিন দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সোমবারের এই ঘটনায় অন্তত সাত জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও আটজন।  

ইতোমধ্যে সন্দেভাজন বন্দুক হামলাকরীকে আটক করা হয়েছে।

এ ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এর ঠিক দুদিন আগে যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যের একটি ড্যান্স হলে বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত হয়েছিল।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলার ঘটনায় নিহত অন্তত ৯

সোমবারের এই ঘটনাটি দুটি পৃথক স্থানে হয়েছে। সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে উপকূলীয় শহর হাফ মুন বের দুটি স্থানে সর্বশেষ হামলা হয়েছে।

৬৭ বছর বয়সী জাও চুনলি নামের ওই হামলাকারীও একই শহরের বাসিন্দা।

বিবিসি বলছে, স্থানীয় সময় দুপুর ২টা ২২ মিনিটে বন্দুকধারীর গুলিতে নিহতদের মধ্যে চারজনের মরদেহ একটি মাশরুম খামারে পাওয়া যায়। সেখান থেকে কিছুদূরে বাকি তিনজনের মরদেহ পাওয়া যায়। কী কারণে হামলাকারী এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়।

গোলাগুলির বিষয়ে সংবাদ সম্মেলনে সান মাতেও কাউন্টি শেরিফ ক্রিস্টিনা কর্পাস বলেছেন, ‘স্থানীয় সময় ৪টা ৪০ মিনিটে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এখন ওই এলাকার বাসিন্দাদের জন্য কোনও হুমকি নেই। ’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারের সময় ওই ব্যক্তির কাছ থেকে একটি পিস্তল জব্দ করা হয়। এই পিস্তলটি হামলার জন্য তিনি ব্যবহার করেছিলেন। তিনি আমাদের কাছে বিষয়টি  স্বীকার করেছেন। ’

বন্দুকধারীর হামলায় আটজন গুলিবিদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন  ক্রিস্টিনা কর্পাস। তিনি বলেন, ‘তাদের অবস্থা আশঙ্কাজনক। ’

প্রত্যক্ষদর্শীদের কথা জানিয়ে কাউন্টি শেরিফ বলেন, ‘চার জন শিশু এই ঘটনা দেখেছেন। তবে তারা ট্রমায় রয়েছে। কথা বলতে পারছে না। ’

ক্যালিফোর্নিয়ার মেয়র গাভিন নিওসম এক টুইট বার্তায় বলেছেন, ‘আমি গুলিবিদ্ধদের দেখতে হাসপাতালে ছিলাম। এর মধ্যেই আরও একটি হামলার কথা শুনেছি। ’

মাশরুম খামারে পাওয়া যাওয়ারা সবাই চীনা নাগরিক বলে জানিয়েছেন হাফ মুন বের কাউন্সিল মেম্বার ডেবি রুডক।

সূত্র: বিবিসি

news24bd.tv/মামুন