অভিনেত্রী উরফি জাভেদ এখন সকলের কাছেই পরিচিত মুখ। বিশেষ করে তার ফ্যাশন ও পোশাক নিয়ে অনেক কথাই চলে সারাক্ষণ। তার ফ্যাশন আলোচনার বিষয়বস্তু। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ভট পোশাকের কারণে বরাবরই লাইমলাইটে তিনি।
ছবিতে দেখা যায়, উরফির চোখের নীচে কালচে ছোপ, মুখ ফুলে ঢোল! যেন ২০টি বোলতা একসঙ্গে হুল ফুটিয়েছে মুখে।
ছবির ক্যাপশনে লেখা, 'কী করে হল এসব, জানি না। অ্যালার্জি বেরোলে আমাকে কি চেনা যায়?'
উরফির ছবি দেখে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অনেকেই। আবার বিদ্রুপের তিরও এসে পড়ল।
কিছুদিন আগেই সারা গায়ে এবং মুখে অ্যালার্জি বেরিয়েছিল উরফির। সেই ছবিও ভাগ করে নিয়েছিলেন তিনি। যদিও রসিকতা করে বলেছিলেন, 'পোশাক পরলেই আমার গায়ে অ্যালার্জি বেরোয়। তাই তো না পরার পক্ষপাতী। '
news24bd.tv/রিমু