বাংলাদেশের উন্নয়ন দেখে অবাক বিশ্ব: খালিদ মাহমুদ চৌধুরী

বাংলাদেশের উন্নয়ন দেখে অবাক বিশ্ব: খালিদ মাহমুদ চৌধুরী

দিনাজপুর প্রতিনিধি

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসে বাংলাদেশের উন্নয়ন দেখে অবাক হয়েছেন। আর কিছু রাজনৈতিক প্রতিপক্ষ নেতৃবৃন্দরা বলছেন, বাংলাদেশে কোনো উন্নয়ন হয়নি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে দিনাজপুর বিরল উপজেলা পরিষদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, শুধু জেলা পর্যায়ে নয় দেশের প্রতিটি উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে সমানভাবে উন্নয়ন হচ্ছে।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদসহ দেশের নানা অপকর্মে জড়িদের রক্ষা করতে বিএনপি দেশে গোলযোগ তৈরি করছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে তারা মিথ্যা অভিযোগ দিচ্ছেন। আমেরিকাসহ বিশ্বের অনেক দেশের প্রতিনিধি এসে বাংলাদেশের উল্টো চিত্র ও উন্নয়ন দেখে অবাক হয়ে ফিরে যাচ্ছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার, পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।

news24bd.tv/FA