দীর্ঘদিন রং নাম্বারে প্রেম করার পর দুজন সিদ্ধান্ত নেন দেখা করার। সেই প্রথম দেখাই যে শেষ দেখা হবে, সেটা জানতেন না তারা। প্রেমিক মুন্নার সঙ্গে দেখা করতে গিয়ে গতকাল সোমবার মৃত্যু হলো শ্রাবন্তীর। শ্রাবন্তী যশোরের শার্শা উপজেলার টেংরালি গ্রামের আমজাদ আলীর মেয়ে।
জানা যায়, ছুটিপুর বাজার জামতলার মোড়ে দেখা করেন মুন্না ও শ্রাবন্তী। দেখা হওয়ার পর শ্রাবন্তীকে শিঙাড়া খাওয়াতে হোটেলে নিয়ে যান মুন্না। শিঙাড়া খাওয়ার কিছুক্ষণ পরে অসুস্থ বোধ করেন শ্রাবন্তী।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ছাড়া মেয়েটির সঙ্গে থাকা মুন্নাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান ওসি।
news24bd.tv/আলী