রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জার্মানির ক্ষতি হবে ৬০ হাজার কোটি ডলার
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জার্মানির ক্ষতি হবে ৬০ হাজার কোটি ডলার

সংগৃহীত ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জার্মানির ক্ষতি হবে ৬০ হাজার কোটি ডলার

অনলাইন ডেস্ক

ইউরোপের বৃহৎ অর্থনীতির দেশ জার্মানি। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এই দেশটি। দ্বন্দ্বে মাত্র চার বছরে দেশটির অর্থনীতির ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৬০ হাজার কোটি মার্কিন ডলারে। খবর আরটির

প্রতিবেদনে রাশিয়ার সম্প্রচার মাধ্যমটি জানায়, রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে চলতি বছরে অর্থাৎ ২০২৩ সালে জার্মান অর্থনীতির ক্ষতি হবে ১৯ হাজার কোটি ডলার (১৭ হাজার ৫০০ কোটি ইউরো)। যা দেশটির মোট জিডিপির ৪ দশমিক ৫ শতাংশ। এর অর্থ প্রতি জার্মান নাগরিকের ক্ষতি হয়েছে ২ হাজার করে ইউরো।

জার্মান ইকোনমিক ইন্সটিটিউটের (আইডাব্লিউ) এক সমীক্ষার বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে ডয়েছে ভেলে।

আইডাব্লিউর সমীক্ষা অনুসারে, ২০২০ সালে জার্মানির ক্ষতি হয়েছে ১৭ হাজার ৫০০ কোটি ইউরো। পরের বছর অর্থাৎ ২০২১ সালে তাদের ক্ষতি হয়েছে ১২ হাজার ৫০০ কোটি ইউরো। আর ২০২২ সালে ইউরোপের বৃহৎ অর্থনীতির দেশের ক্ষতি হয়েছে ১২ হাজার কোটি ইউরো। ২০২০ থেকে ২৩ সাল পর্যন্ত অর্থাৎ এই চার বছরে কোভিড মহামারি ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জেরে দেশটির অর্থনীতির ক্ষতি ৫৯ হাজার ৫০০ কোটি ইউরোতে পৌঁছে যাবে।

ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়ার জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভর ছিল জার্মানি। তবে যুদ্ধের পর প্রেক্ষাপটে অনেক পরিবর্তন হয়। পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে থাকে জার্মানি। এমনকি নর্ড স্টিম পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহেও না বলে দেয় তারা। এতে করে জার্মানিতে জ্বালানি রপ্তানি কমিয়ে দেয় রাশিয়া।  

জার্মানিতে জ্বালানির দাম ব্যাপকহারে বেড়ে যায়। একইসঙ্গে বাড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বিদ্যুতের দাম। এতেই বিপাকে পড়ে দেশটির জনগণ। এমতাবস্থায় দেশটির উৎপাদন কমবে বলে আগে থেকেই পূর্ভাবাস দিয়ে আসছিল বিশেষজ্ঞরা।

আইডাব্লিউয়ের অধ্যাপক মিকায়েল গুমলিং বলেন, ‘অর্থনীতির এই সংকট সামনের মাসগুলোতে আরও অস্থির থাকবে। আমাদের উন্নয়ন বাঁধাগ্রস্ত হবে। জ্বালানি খাতে অনিশ্চয়তা ও অন্যান্য কাঁচামালের মূল্য বাড়বে। ’

news24bd.tv/মামুন