চা বিক্রি করে ‘এ প্লাস’, উপহার পেল ঘর 

চা বিক্রি করে ‘এ প্লাস’, উপহার পেল ঘর 

নাসিম উদ্দীন নাসিম, নাটোর

রাস্তায় ফ্লাক্স হাতে নিয়ে চা বিক্রি করে সংসারের হাল ধরা ‘এ প্লাস’ জয়ী সৌরভ কুমার শীল পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে তার বাড়ি পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম।

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তার পাশে দাঁড়ান স্থানীয় সংসদ সদস্য, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি এড. জুনাইদ আহমেদ পলক। গত ৩ ডিসেম্বর সিংড়ার বাসায় ডেকে সৌরভের হাতে একটি ল্যাপটপ তুলে দেন প্রতিমন্ত্রী পলক।

এসময় প্রতিমন্ত্রী সৌরভের লেখাপড়ার দায়িত্ব নেন এবং প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদানের আশ্বাস দেন।

সৌরভ কুমার শীল নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ প্লাস পেয়েছে। সিংড়া পৌর শহরের বাস টার্মিনাল (মাদারীপুর) এলাকার শ্যামল কুমার শীল ও স্বপ্না রানী শীলের ছেলে সে। ভূমিহীন হওয়ায় স্থানীয় সংসদ সদস্য ও তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী পলকের নির্দেশনায় তার বাড়ি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল-আমিন সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, রাস্তায় ফ্লাক্স হাতে নিয়ে চা বিক্রি করে সংসারের হাল ধরার পাশাপশি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সৌরভ। তার বাবাও অসুস্থ অবস্থায় চা বিক্রি করে সংসার চালান। তারা সরকারি জায়গায় জীর্ণশীর্ণ একটি ঘর তুলে সেখানে বসবাস করেন। প্রতিমন্ত্রী পলক নির্দেশে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হয়েছে সৌরভের পরিবারকে। শিগগিরই তার ঘর নির্মাণের কাজ শুরু হবে।