জামা-কাপড়ে প্রলেপ দিয়ে লাগানো দেড় কেজি স্বর্ণ, আটক ১

প্রতীকী ছবি

জামা-কাপড়ে প্রলেপ দিয়ে লাগানো দেড় কেজি স্বর্ণ, আটক ১

জয় বড়ুয়া

দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাই দুবাই এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ ১ কেজি ৭৬২ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওই যাত্রীকে তল্লাশি করে বিভিন্ন কৌশলে রাখা জামা-কাপড়ে প্রলেপযুক্ত এ স্বর্ণ উদ্ধার করা হয়। এসময় ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স -এনএসআই'র কর্মকর্তাদের সাথে ছিলো বিমানবন্দরে কর্মরত শুল্ক গোয়েন্দা বিভাগ।

শুল্ক বিভাগ জানায়, ২ কেজি ৯৫০ গ্রাম ওজনের স্বর্ণের প্রলেপযুক্ত ১টি স্যান্ডো গেঞ্জি, ১ টি ফুল প্যান্ট ও ১টি আন্ডারওয়্যার থেকে ২৪ ক্যারেটের ১ কেজি ৪২৯ গ্রাম স্বর্ণের গোলক পিণ্ড পাওয়া যায়।

মোহাম্মদ জিয়াউল হক নামের যাত্রী ফ্লাই দুবাই এয়ারলাইন্সের FZ-563 ফ্লাইট যোগে দুবাই থেকে সকাল ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছান। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে শুল্ক বিভাগ।