রজব মাসে রাসুল (সা.) যে দোয়া পড়তেন

সংগৃহীত ছবি

রজব মাসে রাসুল (সা.) যে দোয়া পড়তেন

অনলাইন ডেস্ক

রজব মাস হিজরি বছরের সপ্তম মাস। এর দুই মাস পরই রমজান মাস শুরু হয়। তাই এই মাস থেকেই রমজান মাসের প্রস্তুতি নেওয়া শুরু করা সুন্নত। রাসুল (সা.) রজব মাস শুরু হলে রজব ও শাবান মাসের বরকত এবং রমজান মাস পর্যন্ত পৌঁছার জন্য দোয়া করতেন।

দোয়াটি হলো : 

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ : আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাদান।

অর্থ : ‘হে আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসে বরকত দিন এবং রমজানে পৌঁছে দিন। ’ 

হাদিস : আনাস (রা.) বলেন, রাসুল (সা.) রজব মাস শুরু হলে এই দোয়া পড়তেন। (আল মুজামুল আওসাত, হাদিস : ৩৯৩৯; বাইহাকি, হাদিস : ৩৫৩৪)

 news24bd.tv/ইস্রাফিল