রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠালো সিঙ্গাপুর

রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠালো সিঙ্গাপুর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা। আর তারই জের ধরে রোহিঙ্গাদের জন্য প্রথমবারের মতো ত্রাণসামগ্রী পাঠিয়েছে সিঙ্গাপুর।

এর মধ্যে মেডিকেল যন্ত্রপাতি, তাঁবু, কম্বলসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ১০টায় ৭ দশমিক ১৬২ মেট্রিক টন ত্রাণসামগ্রী নিয়ে সেদেশের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় সিঙ্গাপুরের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ মালিকি ওসমান ও কনসুলেট অব সিঙ্গাপুর উইলিয়াম চেক চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন। এছাড়া, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর