রমজানে পণ্যের দাম নিয়ে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ

সংগৃহীত ছবি

রমজানে পণ্যের দাম নিয়ে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রমজান সামনে রেখে জিনিসপত্রের দাম নিয়ে কেউ যাতে সুযোগ নিতে না পারে সে জন্য সতর্ক থাকতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘ডিসিরা হলো মাঠপর্যায়ে সরকারের হাত, তাই বাজার মনিটরিংয়ে ডিসিদের বড় ভূমিকা রয়েছে। ’

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।    

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসা-বাণিজ্য বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন কমার্শিয়াল কাউন্সিলকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রীর যে নির্দেশনা আছে, সেটা নিয়ে সম্মেলনে আলোচনা হয়েছে।

চামড়ার সঠিক দাম পাওয়ার ক্ষেত্রে ডিসিদের ভূমিকা নিতে হবে। ’

মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনাররাও অংশ নিয়েছেন।

 news24bd.tv/ইস্রাফিল