বিজয় কিবোর্ড ব্যবহার বাধ্যতামূলক- কথাটা বিভ্রান্তিকর: মোস্তাফা জব্বার

সংগৃহীত ছবি

বিজয় কিবোর্ড ব্যবহার বাধ্যতামূলক- কথাটা বিভ্রান্তিকর: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘বিজয় কিবোর্ড ব্যবহার বাধ্যতামূলক- এই কথাটা বিভ্রান্তিকর। এটা ব্যবহারকারীদের জন্য বাধ্যতামূলক নয়, এটা উৎপাদনকারীদের জন্য বাধ্যতামূলক। ’

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দেশের দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক শক্তিশালীকরণে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সঠিক বিনিয়োগ না থাকার কারণে রাষ্ট্রায়ত্ব মোবাইল কোম্পানি টেলিটককে শক্তিশালী করা যাচ্ছে না।

তবে, ইতোমধ্যে দেশের দুর্গোম এলাকাগুলোতে ৪০০ বিটিএস বসানো হয়েছে। আরও বসানোর কাজ চলছে। ’

মন্ত্রী আরও বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের সময় দেশের অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ায়, সে সময় কাজে ব্যাঘাত হয়- এমন অভিযোগ করেছেন ডিসিরা। এখন থেকে এ বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনাররাও অংশ নিয়েছেন।

news24bd.tv/ইস্রাফিল