মুখভর্তি ব্রণ? দূর করুন ঘরোয়া উপায়ে

প্রতীকী ছবি

মুখভর্তি ব্রণ? দূর করুন ঘরোয়া উপায়ে

অনলাইন ডেস্ক

ফ্রেশ, মসৃণ ত্বক কে না চায়। খামখেয়ালিপনার প্রভাবে ব্রণকে আটকানোর সাধ্য কারও নেই। তবে নিজের ত্বকের ধরন বুঝে যদি ঘরোয়া উপায়ে নিমপাতা দিয়ে কয়েকটি প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন, ব্রণভর্তি মুখ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। শুধু ত্বক নয়, নিমের আ্যন্টি-ব্যাক্টেরিয়াল যৌগের গুণে মাথার ত্বকের সংক্রমণও রোধ করা যায়।

চিকিৎসকদের মতে, নিমপাতা না পেলে নিমের তেলও ব্যবহার করা যায়।

ত্বকের ধরন অনুযায়ী নিমের প্যাক যেভাবে বানাবেন নিম্নে দেখে নিন-

তৈলাক্ত ত্বকের জন্য

২ চামচ নিমপাতা বাটা, ১ চামচ গোলাপ জল, ১ চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে নিয়ে তুলে ফেলুন।

শুষ্ক ত্বকের জন্য

১ চামচ নিমপাতা বাটা, ১ চামচ কাঁচা হলুদ বাটার সঙ্গে ১ চামচ নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন।

মিশ্রণটি মুখে মেখে রাখুন ১৫ মিনিট। তার পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

ত্বকের তারুণ্য ধরে রাখতে

১ চামচ ওটমিল, ১ চামচ কাঁচা দুধ, ১ চা চামচ মধু এবং ২ চামচ নিমপাতা বাটা একসঙ্গে মিশিয়ে নিয়ে মুখে মেখে রাখুন। শুকিয়ে এলে দু’হাত পানি দিয়ে ভিজিয়ে নিন। তারপর হালকা করে ঘষতে থাকুন। শেষে গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

news24bd.tv/রিমু