নাটোরে আওয়ামী লীগের সভায় ধাক্কাধাক্কি, লাঞ্ছিতের অভিযোগ

নাটোরে আওয়ামী লীগের সভায় ধাক্কাধাক্কি, লাঞ্ছিতের অভিযোগ

নাটোর প্রতিনিধি

নাটোর সদর ও পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে এন এস সরকারি কলেজ মিলনায়তনে সদর ও পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার আহবান করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান এবং প্রধান বক্তা ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

দুই নেতা সভাস্থলে উপস্থিত হওয়ার পর তাদের সমর্থকরা সভা আহবানের বৈধতা নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

এসময় লাঞ্ছিত হন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তেজা আলী বাবলুসহ বেশ কয়েকজন। পরে সংঘাতের আশংকায় বিদেশে থাকা জেলা আওয়ামী লীগের সভাপতির পরামর্শে সভা স্থগিত করেন সাধারণ সম্পাদক। এরপর পরে সভা চালিয়ে যান সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সমর্থকরা।

পুলিশ সুপার সাইফুর রহমান জানান, সভা চলাকালে দুপক্ষের বাকবিতণ্ডায় উত্তেজনা সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়।

পরে শান্তিপূর্ণভাবে সভা সমাপ্ত হয় বলে জেনেছি।

এই রকম আরও টপিক