বড় জয়েও সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের

সংগৃহীত ছবি

বড় জয়েও সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের

অনলাইন ডেস্ক

দোর্দণ্ড প্রতাপে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। আসরের প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ার মতো দলকে। এরপর গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সুপার সিক্সে নাম লেখায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি হারই লণ্ডভণ্ড করে দিলো আফিয়া-স্বর্ণাদের স্বপ্ন।

আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় সেমিফাইনালে ওঠা হলো না জুনিয়র টাইগ্রেসদের।

আজ বুধবার পচেফস্ট্রুমে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারায় বাংলাদেশের মেয়েরা। ৬৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দিশা বিশ্বাসের দল। তারপরও দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার (২.২১০) নেট রানরেটের চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ (১.২২৬)।

সুপার সিক্সের গ্রুপ ১-এর শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে ভারত।

পচেফস্ট্রুমে বাঁচা মরার লড়াইয়ে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। টস হারলেও বোলাররা করেন দুর্দান্ত বোলিংয়। ফলে ২০ ওভার শেষে ৯ উইকেটে ৬৯ রানের বেশি তুলতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন লাবণ্য কেনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে মাহিকা গৌরের ব্যাট থেকে। এছাড়া দলের অন্য কোনো ব্যাটার ছুঁতে পারেনি দুই অঙ্কের ঘর।

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১৪ রান খরচায় ৩ উইকেট নেন রাবেয়া খান। ১৬ রান দিয়ে ২ উইকেট নেন মারুফা আক্তার। একটি করে উইকেট পেয়েছেন দীপা খাতুন, রিয়া আক্তার শিখা এবং স্বর্ণা আক্তার।

জবাব দিতে নেমে বাংলাদেশ ২২ রানের তুলতেই হারায় ৩ উইকেট। তারপরও জয় পেতে খুব একটা বেগ পেয়ে হয়নি জুনিয়র টাইগ্রেসদের। মাত্র ১৯ বলে ৩৮ রান করে জয়ের ভিত গড়ে দেন স্বর্ণা আক্তার। ১৫ রান আসে আফিয়া প্রত্যাশার ব্যাট থেকে। ১৪ রান করেন রাবেয়া খাতুন। ১০ম ওভারের প্রথম বলে চার মেরে বাংলাদেশকে জয় এনে দেন উন্নতি আক্তার।

news24bd.tv/সাব্বির