পরীমনির সিনেমা দেখতে বললেন প্রসেনজিৎ (ভিডিও) 
পরীমনির সিনেমা দেখতে বললেন প্রসেনজিৎ (ভিডিও) 

প্রসেনজিত-পরীমনি

পরীমনির সিনেমা দেখতে বললেন প্রসেনজিৎ (ভিডিও) 

অনলাইন ডেস্ক

পরীমনি-সিয়াম অভিনীত নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সম্প্রতি মুক্তি পেয়েছে। সিনেমাটি মুক্তির আগে থেকেই বেশ প্রচারণা চালিয়েছেন পরীমনি। এদিকে কলকাতায় থাকার কারণে সশরীরে সিনেমার প্রচারণায় অংশ নিতে পারেননি অভিনেতা সিয়াম। তবে কলকাতা থেকেই এক ভিডিও বার্তায় সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

পরীমনি-সিয়াম অভিনীত সিনেমাটি দেখতে আমন্ত্রণ জানিয়েছেন ওপার বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।

ওই ভিডিওতে দেখা যায়, পরীমনি-সিয়ামের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ দেখতে আহ্বান জানাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, আমি ভীষণ আনন্দিত যে, সিয়াম-পরীর নতুন ছবিটি মুক্তি পেয়েছে; যেটা বিশেষ করে বাচ্চাদের জন্য নির্মিত হয়েছে। এই গল্পটা অনেক বছর আগে পড়েছিলাম।

সেই গল্প নিয়ে ওরা ছবি তৈরি করেছে, তোমরা সবাই হলে গিয়ে ছবিটি দেখবে।

এই নায়ক আরও জানান, দুই বছর পরপর ‘কাকাবাবু’ করি শিশুদের জন্য। আসলে বাচ্চাদের জন্য ছবি কম নির্মাণ করা হয়। তাই এটা সবার জন্য বড় সুযোগ বলে মনে করছি। সবাই হলে গিয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি দেখো। আমিও অপেক্ষায় থাকব সিনেমাটি দেখার জন্য।

পরীমনি ও সিয়াম ছাড়া আরও অভিনয় করেছেন কচি খন্দকার, আজাদ আবুল কালাম, শহীদুল আলম সাচ্চু, আবু হুরায়রা তানভীরসহ প্রায় ২০ জন শিশুশিল্পী।

news24bd.tv/রিমু