মালয়েশিয়া যাওয়ার খরচ কমাতে কাজ চলছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

ফাইল ছবি

মালয়েশিয়া যাওয়ার খরচ কমাতে কাজ চলছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

শাহানাজ ইয়াসমিন বিশ্বাস

প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রবাসীরা যাতে দালালদের খপ্পরে পড়ে হয়রানির শিকার না হন সে ব্যাপারে সচেতন থাকতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে আলোচনা শেষে এসব বলেন ইমরান আহমেদ। তিনি বলেন, নির্দিষ্ট টাকার বাইরে অনেক এজেন্সি বেশি টাকা নেয় প্রবাসে যাওয়া সাধারণ মানুষের কাছ থেকে। এটা বন্ধ করতে আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, অনেকে পাসপোর্টে ভুল তথ্য দেন, এর কারণে পরবর্তীতে বিদেশে গিয়ে সমস্যায় পড়েন। এটার জন্য বিশেষ নজরদারি দিতে হবে ডিসিদের। মালয়েশিয়া যেতে এখন আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা লেগে যায়, এটা অনেক বেশি। শিগগিরই মালয়েশিয়ান প্রবাসী মন্ত্রী আসবেন বাংলাদেশে।

এই টাকা কমানোর জন্য তার সাথে আলোচনা হবে।

news24bd.tv/FA