এবার যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র চাইছে ইউক্রেন

সংগৃহীত ছবি

এবার যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র চাইছে ইউক্রেন

অনলাইন ডেস্ক

জল্পনা কল্পনা শেষে ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। তবে এবার মিত্র দেশগুলো থেকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র চাইছে ইউক্রেন। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, যুদ্ধে নিজেদের আধিপত্য বিস্তারে পশ্চিমা দেশগুলোর কাছে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জার্মানি ও যুক্তরাষ্ট্রের ট্যাংক দেওয়ার কয়েক ঘণ্টা বাদেই এই আবেদন করেন তিনি।

বুধবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘ট্যাংক পাঠানোয় জার্মানি ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ। তবে আমাদের আরও অস্ত্রের প্রয়োজন। ’

‘আমাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রয়োজন।

এটি গুরুত্বপূর্ণ। আর্টিলারিতেও আমাদের সহযোগিতার দরকার। এ ছাড়া যুদ্ধবিমান প্রয়োজন। ‘‘দ্রুততা ও পরিমাণ’’ এখন মূল বিষয়,’ যোগ করেন জেলেনস্কি।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে দীর্ঘদিন ধরে অত্যাধুনিক ট্যাংক চেয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মাসখানেক ধরে নানা বিতর্কের শেষে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সহায়তা হিসেবে ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, পোল্যান্ডসহ কয়েকটি দেশ।

ইউক্রেনকে ১৪টি লেপার্ড-২ ট্যাংক দেবে জার্মানি। আর  ৩১টি আব্রামস ট্যাংক দেবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ৪টি চ্যালেঞ্জার-২ ট্যাংক দেওয়ার ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তবে শুধু ট্যাংক পেয়েই খুশি হচ্ছে না ইউক্রেন। এবার তারা চাচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভের উপদেষ্টা ইউরি সাক বলেন, ‘পরবর্তী বড় চাওয়া হবে যুদ্ধবিমান। ’

তিনি আরও বলেন, ‘আমরা যদি সেগুলো (যুদ্ধবিমান) পেয়ে যাই, তবে যুদ্ধক্ষেত্রে অর্জনগুলো অপরিসীম হবে...এটা শুধু এফ-১৬ যুদ্ধবিমান নয়। এটা চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান, যা আমরা চাই। ’

news24bd.tv/মামুন