গাজীপুরে বন্ধ থাকার এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

পুবাইল থেকে টঙ্গী স্টেশনে আনা হচ্ছে রেলের বিকল ইঞ্জিন

গাজীপুরে বন্ধ থাকার এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের পুবাইলে রেললাইনের ওপর এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের প্রায় এক ঘণ্টা পর রাজধানীমুখী ট্রেন চলাচল ফের শুরু হয়েছে। এর আগে সকাল ১০টার দিকে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিকল্প ইঞ্জিনের সহায়তায় ট্রেনটি সরিয়ে টঙ্গী রেল স্টেশনে আনা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।  

ভৈরব রেলওয়ে পুলিশের ওসি রকিবুল হোসেন জানান, বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেস।

ট্রেনটি গাজীপুরের পুবাইলের তালটিয়া এলাকায় পৌঁছলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রাম ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

ওসি বলেন, ‘ঘটনার পরপরই বিকল্প ইঞ্জিন  পাঠিয়ে ট্রেনটিকে টঙ্গী স্টেশনে নিয়ে আসা হয়। এখন ঢাকা- সিলেট ও চট্রগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক।

news24bd.tv/মামুন

এই রকম আরও টপিক