ডিসিদের সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতাল পরিদর্শনের নির্দেশ

ফাইল ছবি

ডিসিদের সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতাল পরিদর্শনের নির্দেশ

শাহানাজ ইয়াসমিন বিশ্বাস

তৃণমূল পর্যায়ে হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা ও চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) তদারকি আরও বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। এমনটি জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা শেষে এসব বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ডিসিদের বলা হয়েছে- তারা যেন বেসরকারি হাসপাতালগুলোও ভিজিট (পরিদর্শন) করেন।

এছাড়া ফার্মেসিতে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভেজাল খাবার, দুষিত পানি সরবরাহ বন্ধে অভিযান পরিচালনা করার কথা বলা হয়েছে ডিসিদের। খেজুরের রস সরাসরি না খাওয়া, পাখির খাওয়া ফল না খাওয়ার প্রচারনা চালানোর অনুরোধ করা হয়েছে। সবাইকে নিয়মের মধ্যে আনতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়।

সকলে মিলে কাজ করতে হবে। লাইসেন্স ছাড়া কোনো বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক চলবে না বলেও স্পষ্ট জানান স্বাস্থ্যমন্ত্রী।

news24bd.tv/FA