আইসিসির বছর সেরার পুরস্কার বাবরের হাতে

সংগৃহীত ছবি

আইসিসির বছর সেরার পুরস্কার বাবরের হাতে

অনলাইন ডেস্ক

একই দিনে দুটি সুসংবাদ পেলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব জেতার দিন সব ফরম্যাট মিলিয়ে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ও ঝুলিতে পুরলেন এই তারকা ব্যাটার। আজ বৃহস্পতিবার আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বাবরকে ২০২২ সালের সেরা ক্রিকেটারের স্বীকৃতি  দিয়েছে।

গেল বছর ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন বাবর আজম।

তিন ফরম্যাটে ৪৪ ম্যাচ খেলে করেছেন ২ হাজার ৫৯৮ রান। ৮ সেঞ্চুরি ও ১৫ হাফ সেঞ্চুরিতে ৫৪.১২ গড়ে এই রান করেন বাবর।

২০২২ সালে ব্যক্তিগত অনেক রেকর্ড ভেঙেছেন বাবর আজম। গেল বছর আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো ক্রিকেটারের ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি।

২০২১ সালে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর থেকেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে নামেন বাবর। একদিনের ক্রিকেটে এরপর ৯ ম্যাচ খেলেছে তিনি করেছেন ৬৭৯ রান। যে কারণে এ বছরও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন তিনি।

শুধু ওয়ানডে নয়, টেস্টেও সময়টা দারুণ কেটেছে বাবরের। লঙ্গার ভার্সনে দল ভালো না করলেও মাত্র ৯ টেস্টে ১ হাজার ১৮৪ রান এসেছে পাকিস্তান অধিনায়কের ব্যাট থেকে। গত টি২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান খেলে বাবরের অধীনেই। ২০০৯ সালের পর বাবরের হাত ধরে প্রথমবার ফাইনালের মঞ্চে উঠলেও, শিরোপা লড়াইয়ে দলটি হেরে যায় ইংল্যান্ডের কাছে।

গত বছর আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি উঠেছিল পাকিস্তানেরই পেসার শাহীন শাহ আফ্রিদির হাতে।

news24bd.tv/সাব্বির