ট্রাম্পের স্থূল কথাবার্তা, প্রশাসন বিরক্ত

ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের স্থূল কথাবার্তা, প্রশাসন বিরক্ত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্থুল ও অসাবধানী কথাবার্তা এবং অনৈতিক আচরণের কারণে তার প্রশাসনের কর্মকর্তারা বিব্রত হয়ে পরেছেন। পাশাপাশি তারা ট্রাম্পের অনেক কাজই ভেতর থেকে প্রতিরোধ করে যাচ্ছেন।

হোয়াইট হাউজের একজন কর্মকর্তা দৈনিক নিউ ইয়র্ক টাইমসে লেখা মতামত কলামে এ তথ্য তুলে ধরেছেন।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসন থেকে যেভাবে প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন সম্ভবত আধুনিক সময়ে আমেরিকার অন্য কোনো নেতা তা হননি।

হোয়াইট হাউজের ওই কর্মকর্তার মতামত কলামটি বুধবার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে।

তিনি বলেছেন, এ পরিস্থিতি প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পারছেন না। লেখক নিজেও ট্রাম্প প্রশাসনের প্রতিরোধকারী কর্মকর্তাদের একজন বলে উল্লেখ করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক আবেগতাড়িত সিদ্ধান্ত যা আমেরিকার স্বার্থের পরিপন্থি তা অমান্য করার একটা চিত্র সম্প্রতি সিনিয়র সাংবাদিক বব উডওয়ার্ড তার ‘ফেয়ার’ গ্রন্থে তুলে ধরেছেন।

সেখানে এ তথ্য তুলে ধরা হয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যা করতে বলেছেন কিন্তু সেই নির্দেশ বাস্তবায়ন করনেনি প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস।

এছাড়া, ট্রাম্পের ডেস্ক থেকে গুরুত্বপূর্ণ চিঠি উধাওয়ের ঘটনা ঘটেছে যা মার্কিন স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারত। এভাবে অনেক কর্মকর্তা ট্রাম্পের অনৈতিক ও ক্ষতিকর কর্মকান্ডকে প্রতিরোধ করে চলেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর