সমাজের কল্যাণে ইমামদের কাজ করার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর 

সংগৃহীত ছবি

সমাজের কল্যাণে ইমামদের কাজ করার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর 

অনলাইন ডেস্ক

সমাজের কল্যাণে ইমামদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‌‘ইমামদের সমাজের কল্যাণে কাজ করতে হবে। অন্যায় অবিচার দূর করার জন্য আমাদের সবার অংশগ্রহণ প্রয়োজন। ’

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) কুমিল্লার লাকসাম পৌরসভার অডিটোরিয়ামে সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা নির্মূল ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় শীর্ষক ইমাম সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, ‘মানবজাতির কল্যাণের জন্য নবীজি ইসলাম প্রচার করেছেন। উত্তম কর্ম দেখে মানুষ ইসলাম ধর্মে আসতেন। আমাদের এ বিষয় বিবেচনা করে চলতে হবে। কাজে কর্মে চলা ফেরায় উত্তম হলে অন্যরা আমাদের অনুসরণ করবে।

প্রধান অতিথি আরও উল্লেখ করেন, জোর জবরদস্তি করে ইসলাম কায়েম হয়নি, যুদ্ধ করে কখনো ইসলাম আসেনি। ইসলাম এসেছে উত্তম কাজের মাধ্যমে। শান্তির জন্য ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদেরও শান্তি বজায় রেখে ইসলাম মেনে চলতে হবে। ’ 

তিনি বলেন, ‘ইসলাম ধর্ম সব ধর্মের প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে বলেছে। সবাইকে মিলেমিশে থাকতে বলেছে। ইসলামি অনুশাসনের মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষা হবে। ’ 

মন্ত্রী বলেন, ‘ইমামদের সব সময় সচেষ্ট থাকতে হবে, যেন ইসলামের নামে কেউ হটকারী কিছু করতে না পারে। মুসলমানদের শিক্ষা-দীক্ষায় আরও অগ্রসর হতে হবে এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। ’ ইমামরা সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে সমাজকে উদ্বুদ্ধ করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলার জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. জাকির হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলার চেয়ারম্যান মো. ইউনুছ ভূঁইয়া, লাকসাম পৌরসভার মেয়র মো. আবুল খায়ের।

 news24bd.tv/ইস্রাফিল