চট্টগ্রামের বাকলিয়ায় শ্যালিকার আপত্তিকর ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইলের অভিযোগে দায়ের করা মামলায় জুনাইদুল হক সিদ্দিকি নামে এক ব্যক্তির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত এ আদেশ দেন।
অভিযুক্ত সিদ্দিকি বাকলিয়ার বাসিন্দা রিজুয়ানুল হক সিদ্দিকির ছেলে। তিনি নগরীর রিয়াজউদ্দিন বাজারে ব্যবসা করতেন।
বাদীপক্ষের আইনজীবী জিয়া হাবিব আহসান জানান, নগরীর সদরঘাট থানায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীর আপন ভগ্নিপতির বিরুদ্ধে মামলা হয়। ওই মামলার আসামি জুনাইদুল হক সিদ্দিকিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি বলেন, ব্যবসার সুবাদে সিদ্দিকি প্রায় সময়ই সদরঘাটের শ্বশুরবাড়িতে গিয়ে দুপুরে বিশ্রাম করতেন।
এ ঘটনায় গত ২১ জানুয়ারি সদরঘাট থানায় মামলা করা হয়।
news24bd.tv/কামরুল