মাদারীপুরের কালকিনিতে উচ্চ শব্দে হর্ন বাজানোকে কেন্দ্র করে পরিবহন চালক ও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর করা হয়। গতকাল সোমবার (১২ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সার্বিক পরিবহনের চালক অহিদুল বেপারী সোমবার বিকেলে কালকিনি থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ে ঢাকায় যাচ্ছিল। এ সময় রেন্ডিতলা এলাকায় হর্ন দিলে মোটরসাইকেল আরোহী মেহেদি ঘরামী খাদে পড়ে যান। পরে ধাওয়া দিয়ে মেহেদির লোকজন ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সার্বিক পরিবহনের চালক অহিদুল বেপারীকে ব্যাপক মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে পরিবহন চালক ও এলাকাবাসীর মধ্যে কয়েক...
উচ্চ শব্দে হর্ন বাজানোয় ক্ষিপ্ত হয় গ্রামবাসী, অতঃপর লঙ্কাকাণ্ড!
মাদারীপুর প্রতিনিধি

অবৈধভাবে সীমান্ত পার হচ্ছিল ওরা, ধরা পড়ল মাদকের চালানও
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে এক নারীসহ চার বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন। অপর দিকে মালিক বিহীন ১৯ বোতল ভারতীয় মদ, ৯৪ বোতল ফেন্সিডিল ও ৪৬৮ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১২ মে) বিকাল সাড়ে ৫টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবির অধীন মাটিলা, কুমিল্লাপাড়া, উথলি, মেদিনীপুর বিওপির পৃথক অভিযানে মোট চারজন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতরা ঝিনাইদহ, নড়াইল, খুলনা ও চাঁদপুর জেলার বাসিন্দা। আরও পড়ুন পাকিস্তানের গোলায় লন্ডভন্ড বিমানঘাঁটি, দেখে যা বললেন মোদি ১৩ মে, ২০২৫ মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃত বাংলাদেশি নাগরিকদের মামলা...
আইভীকে ধরতে বাধা দেওয়ার মামলায় গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নিষিদ্ধ আওয়ামী লীগের জেলার সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলায় গত সোমবার দিনগত রাতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সোমবার (১২ মে) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. রিপন মৃধা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ৫২ জনকে এজাহারভুক্ত আসামি করার পাশাপাশি অজ্ঞাত আসামি করা হয়েছে ২০০ জনকে। গ্রেপ্তাররা হলেন- নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকার শহীদনগর ১নং গলির মো. হানিফের ছেলে মোহাম্মদ জিসান (২৮), কাশেমের ছেলে হানিফ (৪০) ও আব্দুল হাইয়ের ছেলে শওকত মিখুন (৪৩)। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সোমবার রাতে এই মামলা দায়ের হয়েছে। সেই সাথে এই মামলায় এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা...
বাসাইলে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরের দিকে উপজেলার কাশিল ইউনিয়ন বিএনপির ব্যানারে উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলামের নেতৃত্বে বাসাইল ছাতা মসজিদ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে তারা মিছিল নিয়ে বাসাইল বাসস্ট্যান্ডে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় নেতাকর্মীরা বাঁধার মুখে সেখানেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। সেখানে নেতাকর্মীরা ক্ষুব্দ হয়ে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের কুশপুত্তলিকা দাহ করেন। এদিকে, উপজেলা বিএনপির নেতাকর্মীরা স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়। তবে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর ছিল। ঘটনাস্থলে সেনাবাহিনীর...