ইরানে মানব পাচার করে- এমন একটি চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ডিপার্টমেন্ট (সিআইডি)। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাহামুদুল হাছান (২৭) ও মো. জাহাঙ্গীর আলম বাদশা (৪১)। সিআইডি প্রধান অ্যাডিশনাল আইজি মোহাম্মদ আলী মিয়ার সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে নরসিংদী ও লালমনিরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, এর আগে গ্রেফতার আসামি আ. সালাম ওরফে সালামত উল্লাহ (৩৪)-সহ অন্যদের সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে ভুক্তভোগীদের সংগ্রহ করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে গ্রেপ্তার দুই আসামির সহায়তায় দুবাই পাঠাতো।
আসামি মাহমুদুল হাছান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে অগ্রগামী ইঞ্জিনিয়ারিং সার্ভিসের এয়ার কন্ডিশন সার্ভিসে এবং বাদশা সিভিল এভিয়েশনে কর্মরত বলে জানা গেছে।
মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।
news24bd.tv/ইস্রাফিল