অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেত্রী সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত অভিনিত কপ ক্রিয়েশন প্রযোজিত সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম ২ : ব্ল্যাক ওয়ার’ সিনেমা রিলিজ পেয়েছে সম্প্রতি। পুলিশের সাহসী অভিযান নিয়ে নির্মিত এই ছবিটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। সম্প্রতি নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুমিত সেনগুপ্ত তুলে ধরেছেন ব্ল্যাক ওয়ার সিনেমা সম্পর্কে তার একান্ত কিছু কথা। পাঠকের জন্য তার সারাংশ তুলে ধরেছেন আতাউর রহমান কাবুল।
ব্ল্যাক ওয়্যারে কেমন সাড়া পাচ্ছেন?
আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি। বলতে পারেন, আমি খুবই এক্সাইটেড। আমি এবং সাদিয়া নাবিলা আছি মুভিটিতে। এটা একটু ভিন্ন ধরনের ফিল্ম।
কারা কারা ছিলেন অভিনয়ে?
এতে অভিনয় করেছেন সাদিয়া নাবিলা, আমি সুমিত সেনগুপ্ত, ঐশী, তাসকিন রহমান, আরিফিন শুভ, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ। একটি আইটেম গানে আছেন চিত্রনায়িকা ববি হক।
এই সিনেমা নিয়ে আপনার এক্সপেক্টেশন কেমন?
এই ছবিতে সাদিয়া নাবিলা ও আমাকে নিয়ে আমাদের দুজনের চরিত্রটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। আমাদের টিমের বস আরেফিন শুভ। গল্পে উনার পদবি থাকে এডিসি। এডিসি নাভিদ। আর সাদিয়া নাবিলা হলেন এসি ইরা। আমি সুমিত সেনগুপ্ত এসি শহীদ হিসেবে অভিনয় করেছি।
এ ধরনের ফিল্ম নিয়ে আমার যে এক্সপেক্টেশন তা হলো, যখন আমরা কাস্ট হই তখন বিশাল প্রশিক্ষণের মধ্যে আমরা ছিলাম। আমাদের শুটিং টাইমটা অনেক বেশি মজার ছিল। সিনেমার একটা বিশাল অংশ আমরা দুবাইয়ে শুট করেছি। সেখানেও ঘটেছে অনেক ঘটনা।
ছবির গল্পটা আসলে কেমন?
গল্পটা হচ্ছে এন্টি টেরোরিজম নিয়ে। পুলিশের দুঃসাহসিক অভিযান আছে সিনেমাটিতে। আশা করবো, এই গল্পের অভিনয় সবার খুব ভালো লাগবে। যারা এখনো সিনেমাটি দেখেননি, তাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি, সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য।
ইরা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া নাবিলা
আপনার অভিনয় জীবনের শুরুটা হয়েছিল কবে?
ইমপ্রেসের ‘মহুয়া সুন্দরী’ দিয়ে ২০১৫ সালে আমার অভিনয় জীবনের যাত্রা শুরু। এরপর রাশেদ পলাশ পরিচালিত ‘পদ্মার প্রেম’, রায়হান রাফি পরিচালিত ইমপ্রেস এর ফিল্ম ‘দামাল’ এ অভিনয় করি। এরপর ‘মিশন এক্সট্রিম’ এ কাজ শুরু করি। এবার শেষ করলাম ‘মিশন এক্সট্রিম টু : ব্ল্যাক ওয়্যার’। গত ১৩ জানুয়ারি এটা রিলিজ হয়েছে। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় নাটকেও অভিনয় করেছি।
এসব ছাড়াও আমি অভিনয় করেছি আরও অনেকগুলো ছবিতে। সেগুলো হলো, সেদিন বৃষ্টি ছিল (২০১৪), জিরো থেকে টপ হিরো (২০১৪), মহুয়া সুন্দরী (২০১৫), মিয়া বিবি রাজি (২০১৬), যে গল্পে ভালোবাসা নেই (২০১৭), পদ্মার প্রেম (২০১৯), পাগলের মতো ভালোবাসি (২০২১) ইত্যাদি।
আপনার পরবর্তী কাজ?
আমার এর পরের কাজ হচ্ছে ‘হইচই’ এর একটা কাজ। শুরু করবো ফেব্রুয়ারির ১ তারিখ থেকে। মিশন ধামাকা। এটাও সানি সানোয়ার এবং ফয়সাল আহমেদের পরিচালনায়। তবে এই গল্পটা হবে একটা সারপ্রাইজ। সে সম্পর্কে এখন তেমন কিছু বলছি না।
news24bd.tv/desk