‘এখন পর্যন্ত কোনো নেগেটিভ কমেন্ট পাইনি’
‘এখন পর্যন্ত কোনো নেগেটিভ কমেন্ট পাইনি’

সাদিয়া নাবিলা

‘এখন পর্যন্ত কোনো নেগেটিভ কমেন্ট পাইনি’

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেত্রী সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত অভিনিত কপ ক্রিয়েশন প্রযোজিত সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম ২ : ব্ল্যাক ওয়ার’ সিনেমা রিলিজ পেয়েছে সম্প্রতি। পুলিশের সাহসী অভিযান নিয়ে নির্মিত এই ছবিটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। সম্প্রতি নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুমিত সেনগুপ্ত তুলে ধরেছেন ব্ল্যাক ওয়ার সিনেমা সম্পর্কে তার একান্ত কিছু কথা। পাঠকের জন্য তার সার অংশ তুলে ধরেছেন আতাউর রহমান কাবুল।

 

 

সম্প্রতি রিলিজকৃত ব্ল্যাক ওয়্যার সম্পর্কে কিছু জানতে চাই।
ব্ল্যাকওয়্যারে আমরা আসলে ডিফারেন্টলি কিছু দেখাতে চেয়েছিলাম। আমার ক্যারেক্টার হলো ইরা। সেখানে নারীর শক্তিটাকে আমি দেখাতে চেয়েছি।

যেটাকে আমি রিয়েল লাইফে অনেক বেশি প্রায়োরিটি দেই। যারা ব্ল্যাকওয়্যার দেখবেন, তারা বুঝবেন আমি কেন বলছি এ কথাটা। আমি রিয়েল লাইফের সঙ্গে অনেক বেশি কানেক্টেড হতে পেরেছি। এখন অডিয়েন্সের অনেক রিভিউ পাচ্ছি। ফেসবুকে অনেক কমেন্টস্ পাচ্ছি। আশার কথা যে, এখন পর্যন্ত কোনো নেগেটিভ কমেন্ট পাইনি।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও আপনার অভিনয় জীবন শুরু হয়েছিল কীভাবে?
গ্রামীণফোনের টিভিসি দিয়ে মূলত আমার জার্নি শুরু। আমি গত ১১ বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছি। সেখানকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে সরাসরি কাজ করছি। তবে আমার বড় পর্দায় অভিষেক হয় বলিউড সিনেমা দিয়ে। সিনেমার নাম পেরেশান পারিন্দা। সেটাই আমার প্রথম সিনেমা। এরপর আমাকে কন্ট্রাক করা হয় বাংলাদেশি সিনেমা মিশন এক্সট্রিমের জন্য। মিশন এক্সট্রিম শেষে করে ফেললাম এই মিশন এক্সট্রিম ২ : ব্ল্যাক ওয়্যার।

নেক্সট পরিকল্পনা কী আপনার?
নেক্সট পরিকল্পনা হচ্ছে, যাতে অডিয়েন্সের ভালোবাসা ধরে রাখতে পারি। ইরার মতো অনেক গল্প পাচ্ছি এখন। তবে আমি এখনো কনফার্ম করিনি কাউকে। একটু সময় নিয়ে ভাববো।

কোন ধরনের ক্যারেক্টার আপনার পছন্দ?
যেহেতু আমার লুক অনুযায়ী আমি বাইরে মডেলিং করি, করতাম, সেহেতু আমাকে নিয়ে সবার একটু ভুল ধারণা আছে। এখন অবশ্য অ্যাক্টিংটাকে প্রায়োরিটি দিচ্ছি। সবাই হয়তো ধারণা করে, আমি গ্ল্যামারাস টাইপের কাজগুলোই হয়তো করব। কিন্তু এটা একদম ভুল ধারণা। আমাকে যদি ব্ল্যাক ওয়্যার এর গল্পটা ধরিয়ে দিয়ে বলা হতো, আরেকজন আছেন ঐশী তার ক্যারেক্টারটা করতে। তাহলে আমি হান্ডেট পার্সেন্ট আমার ক্যারেক্টারটাই পিক করতাম। আর নায়কের বিপরীতে থাকলেই যে অলয়েজ সেটা বিশাল কিছু সেই ধারণাটা আমার নেই। গল্পের প্রয়োজনে যে ক্যারেক্টারটা আমার কাছে ইমপর্ট্যান্ট মনে হয় সেটাই আমি করব।

মডেলিং না অভিনয়-কোনটার প্রতি প্রীতি বেশি?
আমি যখন ইউনিভার্সিটিতে ঢুুকি তখন মডেলিংয়ে যাত্রাটা শুরু। সেটা ছিল শখের বসে। এরপর ২০১৭ থেকে অভিনয়ের সঙ্গেই আছি। তবে আমার মডেলিং পুরোটাই দেশের বাইরে, অস্ট্রেলিয়ায়। দেশের সব কাজই আমার অভিনয়কে ঘিরে এবং এটাই আমি কন্টিনিউ করতে চাই। হাতে অনেকগুলো কাজের অফার এসেছে। আমি সেসব ডিরেক্টরদের নামগুলো বলতে চাচ্ছি না। তবে তারা বেশ রিনাউন্ড ডিরেক্টরস। তাদের আমি বলেছি, আমি একটু সময় নেব। আমি ব্ল্যাকওয়ার মুভির প্রমোশনের জন্য এ মাসে সময় নিয়ে বাংলাদেশে এসেছি। আমাকে আবারও ব্যাক করতে হবে অস্ট্রেলিয়ায়। তবে যে কাজটা আমি কনফার্ম করবো, তা মিডিয়াকে জানিয়ে দেব। এখনি আমি বলতে চাচ্ছি না।

news24bd.tv/desk