ইউক্রেনে রুশ হামলায় নিহত ১১

সংগৃহীত ছবি

ইউক্রেনে রুশ হামলায় নিহত ১১

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও জার্মানির পক্ষ থেকে ট্যাংক দেওয়ার ঘোষণার পরই ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে একের পর এক এসব ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১১ জন। খবর দ্য গার্ডিয়ানের।

বৃহস্পতিবার কিয়েভ, বাখমুত, জাপোরিঝিয়াসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া মোট ৫৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এর মধ্য ৪৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে তারা। এ ছাড়া ওদেসায় বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার ঘটনাও ঘটেছে।

হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের জরুরি বিভাগের মুখপাত্র ওলেক্সান্ডার খোরুনঝি।

তিনি জানান, কিয়েভে ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে ৫৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। আর জাপোরিঝিয়ায় তিন জন মারা গেছেন।

এদিকে, রুশ সেনাদের ২৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করছে ইউক্রেনীয় বাহিনী। তারা বলছে, ১৫টি ড্রোন কিয়েভ ও এর আশপাশের এলাকায় ভূপাতিত করা হয়েছে। এসব হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনি বলেছেন, কিয়েভে ২০টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে ভিন্নিতসিয়ার মেয়র সের্হি মরগুনভ শহরের সীমানার মধ্যে পড়ে থাকা রকেটের ধ্বংসাবশেষের একটি ছবি প্রকাশ করেছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেটটিকে ভূপাতিত
করেছে বলে দাবি এই মেয়রের।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে দীর্ঘদিন ধরে অত্যাধুনিক ট্যাংক চেয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মাসখানেক ধরে নানা বিতর্কের শেষে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সহায়তা হিসেবে ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, পোল্যান্ডসহ কয়েকটি দেশ।

ইউক্রেনকে ১৪টি লেপার্ড-২ ট্যাংক দেবে জার্মানি। আর  ৩১টি আব্রামস ট্যাংক দেবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ৪টি চ্যালেঞ্জার-২ ট্যাংক দেওয়ার ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এরপরই ইউক্রেনজুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

news24bd.tv/মামুন