ইরানে আজারবাইজান দূতাবাসে সশস্ত্র হামলা, নিহত ১

সংগৃহীত ছবি

ইরানে আজারবাইজান দূতাবাসে সশস্ত্র হামলা, নিহত ১

অনলাইন ডেস্ক

ইরানে অবস্থিত আজারবাইজানের দূতাবাসে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবারের (২৭ জানুয়ারি) এই হামলায় দূতাবাসের একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুজন। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরানে আমাদের দূতাবাসে সশস্ত্র হামলায় একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। হামলাকারী গার্ড পোস্ট ভেঙে একটি রাইফেল দিয়ে নিরাপত্তা কর্মীর ওপর হামলা করে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আল-জাজিরা বলছে, ইরানে লক্ষাধিক জাতিগত আজারবাইজানি থাকে।

দীর্ঘদিন ধরে আজারবাইজানের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী অনুভূতি উসকে দেওয়ার অভিযোগ করছে ইরান।

বাকু (আজারবাইজানের রাজধানী) ও তেহরানের মধ্যে সম্পর্ক ঐতিহ্যগতভাবে তিক্ত ছিল। কারণ তুর্কি ভাষী আজারবাইজানিরা ইরানের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী তুরস্কের ঘনিষ্ঠ মিত্র।

ইরানের ধারণা, আজারবাইজানের সামরিক বাহিনীর সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে। বাকুকে অস্ত্র দিচ্ছে ইসরায়েল। এমনকি তেহরানকে ঠেকাতে বাকুকে ব্যবহার করবে ইসরায়েল।

news24bd.tv/মামুন