আর একটিও রোহিঙ্গা প্রবেশ করতে দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

আর একটিও রোহিঙ্গা প্রবেশ করতে দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আর একটিও রোহিঙ্গা প্রবেশ করতে দেয়া হবে না।  যারা প্রবেশ করেছে; তাদের বের করে দেওয়া হবে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সম্প্রতি মিয়ানমারে ঝামেলা হওয়ায় কিছু রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে।

যারা প্রবেশ করছে তাদের ধীরে ধীরে বের করে দেওয়া হবে। আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। ’

বিমানে ডোমেস্টিক ফ্লাইটে ভাড়া কম নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিমানে লন্ডন থেকে ঢাকায় নামলে ৮০০ পাউন্ড লাগে আর সিলেট নামলে এক হাজার পাউন্ড লাগে যাত্রীদের এমন অভিযোগ গুরুতর। অথচ বিমানের বেশিরভাগ যাত্রী সিলেট নামে।

পরে ঢাকা খালি যায় বিমান। এক্ষেত্রে ডোমেস্টিক যাত্রীদের থেকে কম ভাড়া নিলে বিমানের লস কমবে, যাত্রীরা উপকৃত হবেন।

সিলেট থেকে লন্ডনে কার্গো সার্ভিসের বিষয়ে মোমেন বলেন, সিলেট থেকে সরাসরি লন্ডনে কার্গোসার্ভিস চালু হচ্ছে। অবকাঠামোসহ সব আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩, এনসিডিসি কর্নার ও হৃদয় বঙ্গবন্ধু, হৃদয়ে বাংলাদেশ স্মারকের উদ্বোধন করেন।

  news24bd.tv/কামরুল