সাবেক এমপি শহিদুল ইসলাম আর নেই
সাবেক এমপি শহিদুল ইসলাম আর নেই

সাবেক এমপি শহিদুল ইসলাম আর নেই

অনলাইন ডেস্ক

নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আল মারকাজুল ইসলামের চেয়ারম্যান মুফতি শহিদুল ইসলাম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনি মারা যান।  

শুক্রবার বাদ জুমা ঢাকার বায়তুল মোকাররম মসজিদে তাঁর প্রথম জানাজা এবং কেরানীগজ্ঞ আল মারকাজুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে তাঁকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মুফতি শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকার আল মারকাজুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 news24bd.tv/কামরুল