জমি বিরোধের জেরে দুই যুবক নিহত, ৩০ বাড়িতে আগুন

জমি বিরোধের জেরে দুই যুবক নিহত, ৩০ বাড়িতে আগুন

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই যুবকের হত্যার প্রতিবাদে গ্রামের ৩০টি বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। পরিস্থিতি স্বাভাবিক করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ঘোড়াঘাট উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নে চুনিয়াপাড়া চারমাথা এলাকায় জমি নিয়ে দীর্ঘদিন থেকে দুই পরিবারের বিরোধ চলছিল।

তারই ধারাবাহিকতায় বুধবার দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয় মিম ও রাকিব নামের দুই যুবক।  

এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে বিক্ষুব্ধ গ্রামবাসী যুবকদের হত্যার প্রতিবাদে ওই গ্রামের ত্রিশটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে পুরে ছাই হয় বাড়ি, খড়ের পালা ও আসবাবপত্র। খবর পেয়ে দ্রুত ছুটে আসে ঘোড়াঘাট ও পার্শবর্তী পলাশবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস দুইটি ইউনিট।

পরে দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ভুক্তভোগীদের অভিযোগ, আগুন দিয়ে শুধু ঘরবাড়ী পোড়ায়নি দলবল নিয়ে ঘরের জিনিসপত্র লুটও করেছে দুষ্কৃতিকারীরা।  

ঘোড়াঘাট থানার ওসি বলেন, বুধবার জমিজমা বিরোধের জের ধরে দুই যুবককে হত্যার প্রতিবাদে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে উক্ত ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

হত্যার ঘটনাকে কেন্দ্র করে ৫ জনের নামে মামলা হয়েছে তার মধ্যে ৪ জনকে আটক করা হয়েছে, বাকি এক জনকে দ্রুত আটকের চেষ্টা চলছে।

news24bd.tv/কামরুল