সমাবেশে যেতে ১৫ বগির ট্রেন ভাড়া

সমাবেশে যেতে ১৫ বগির ট্রেন ভাড়া

আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

আগামী ২৯ জানুয়ারি আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সমাবেশে যোগ দিতে ১৫ বগির একটি বিশেষ ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ ডা. হাবিবে মিল্লাত মুন্না। নিজ নির্বাচনী এলাকার প্রায় চার হাজার নেতাকর্মী নিয়ে ট্রেন যোগে রাজশাহী পৌঁছে সমাবেশে যোগ দেবেন এমপি মুন্না। ফিরবেনও একই ট্রেনে। আসা-যাওয়ার পথে থাকবে খাবারের ব্যবস্থা।

প্রতিটি বগিতে থাকবে ১০৫টি করে আসন। বিশেষ ব্যবস্থায় আসন সংখ্যার চেয়েও দ্বিগুণ নেতাকর্মী বহন করবে ট্রেনটি।

২৯ জানুয়ারি সকাল ৯টায় সিরাজগঞ্জ সদরের নেতাকর্মীরা শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটিতে উঠবেন। আর কামারখন্দ উপজেলার নেতাকর্মীরা উঠবেন জামতৈল রেলওয়ে স্টেশন থেকে।

এ জন্য জামতৈল স্টেশনে ট্রেনটি ১৫ মিনিট যাত্রাবিরতি করবে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের ইনচার্জ মাসুদ রানা বলেন, ‘অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি ২৯ জানুয়ারি রাজশাহীতে যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেন ভাড়া করেছেন। ১৫ বগির সবগুলো আসনের ভাড়া দিয়েই ট্রেনটি ভাড়া নিয়েছেন তিনি।

ওই দিন সিরাজগঞ্জ-রাজশাহী রুটে চলাচলকৃত সিল্কসিটি ট্রেনটি বন্ধ থাকায় শিডিউলে কোনো সমস্যা হবে না।

সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী এস এইচ ফিরোজী বলেন, ‘২০১১ সালে সিরাজগঞ্জবাসী নিজ জেলায় সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় উপস্থিত হতে পেরেছিল।

দীর্ঘ ১২ বছর পর রাজশাহীতে প্রধানমন্ত্রীর সমাবেশে যাওয়ার সুযোগ করে দেওয়ায় নেতাকর্মীদের আকাঙ্ধসঢ়;ক্ষা পূরণ হয়েছে। পাশাপাশি হাবিবে মিল্লাত মুন্না এমপির এমন উদ্যোগ প্রশংসার দাবিদার।

সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপির ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন প্রশংসনীয়। এতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, ‘দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে সরাসরি যোগ দিতে পারেনি। তৃণম‚ল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে নেত্রীকে কাছ থেকে দেখা এবং বক্তব্য শোনার বিশেষ আকাঙ্ক্ষা রয়েছে।

তাদের সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই এই বিশেষ ট্রেনযাত্রার ব্যবস্থা করেছি।
news24bd.tv/তৌহিদ